অ্যাকসেসিবিলিটি লিংক

‘সাম্প্রতিক নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়’, বললেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

ভারতের সাম্প্রতিক নাগরিকত্ব আইন তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে বিষয়টি দেখছে।”

শনিবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

“ভারতের নতুন নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) তাদের অভ্যন্তরীণ বিষয়। যেহেতু বাংলাদেশ প্রতিবেশী দেশ, সেই হিসেবে আমরা বিষয়টির দিকে নজর রাখছি;” হাছান মাহমুদ জানান।

যুক্তরাষ্ট্রের একটি দপ্তর আবার বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো দপ্তর তাদের মতামত দিতেই পারে।

হাছান মাহমুদ জানান, যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা কাজ করছে। “আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে এবং আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, তা আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছি;” যোগ করেন তিনি।

যেকোনো দেশের ভিন্নমতকে বাংলাদেশ সম্মান করে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, “যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ রাষ্ট্র আমাদের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছে।”

পৃথিবীর প্রায় ৮০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

“এমনকি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বাংলাদেশর প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সম্পর্ক দ্বিতীয় পর্যায়ে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন;” জনান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

XS
SM
MD
LG