সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে ১৮ থেকে ২১ মার্চ বাংলাদেশ সফর করবেন। গত বছরের অক্টোবরে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক মিশন।
জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ইউএনডিপি'র এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড অ্যাডভোকেসি বিভাগের পরিচালক উলরিকা মোদে, ক্রাউন প্রিন্সেস এর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
উলরিকা মোদে বলেন, “বিশ্বের অন্যতম স্বল্পোন্নত দেশ থেকে সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মধ্যে দিয়ে গেছে। আমরা চরম দারিদ্র্য হ্রাস, নারী অধিকার জোরদার এবং জলবায়ু অভিযোজন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখেছি।”
একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন উভয় ক্ষেত্রেই বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ এবং এখনো দেশটিতে অনেক উন্নয়ন চ্যালেঞ্জ রয়ে গেছে;বলেন উলরিকা মোদে।
সুইডেনের ক্রাউন প্রিন্সেস-এর এই সফর, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি স্থিতিস্থাপক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে অংশীদারিত্ব জোরদার করার এক অনন্য সুযোগ; তিনি যোগ করেন।
ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে থাকবেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোহান ফরসেল।
বাংলাদেশ সফর কালে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, েপ্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘ সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দারিদ্র্য বিমোচনে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নের প্রভাব প্রত্যক্ষ করবেন এবং সরকার ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে নারী ও তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বে গৃহীত উদ্যোগগুলো ঘুরে দেখবেন।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টি তুলে ধরা হবে তার সফরে। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার উল্লেখ করেন যে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, দারিদ্র্য বিমোচন, জলবায়ু কর্ম এবং সমতার জন্য দীর্ঘ সময় ধরে এবং দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
“ইউএনডিপিতে ক্রাউন প্রিন্সেসকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে এবং স্থানীয়ভাবে পরিচালিত উন্নয়ন মডেল প্রচারে আমাদের প্রচেষ্টা প্রদর্শন করার সুযোগ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। যা, সবার জন্য একটি সবুজ, আরো স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে কার্যকরভাবে অবদান রাখবে;” বলেন স্টেফান লিলার।