অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত মহাসাগরে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের একটি দল ‘এমভি আবদুল্লাহ’ নামের বাংলাদেশি মালিকানাধীন একটি জাহাজ ছিনতাই করেছে। জাহাজটি চট্টগ্রামভিত্তিক কবির স্টিল অ্যান্ড রিরোলিং মিল (কেএসআরএম) গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং লাইনসের। কেএসআরএম গ্রুপের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে কয়লা বহনকারী জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরের দিকে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে ২৩ জন নাবিক রয়েছেন।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, জলদস্যুদের হাতে সব নাবিক জিম্মি।

তিনি বলেন, “আমরা তথ্য পেয়েছি, জাহাজটি ভারত মহাসাগরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছে। জাহাজের নাবিকেরা নিরাপদ আছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য চেষ্টা করছি।"

XS
SM
MD
LG