অ্যাকসেসিবিলিটি লিংক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান: 'বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে'


বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন যে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে যোগদানের আগে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

“গত ২৮ অক্টোবর তারা সর্বনাশ করেছিলো। তাদের নেতা ইংল্যান্ড থেকে নির্দেশনা দেন, কিন্তু তাদের কর্মীদের কী হবে তা নিয়ে ভাবেন না। তাদের ভুল অনুধাবন না হলে, তারা বিলুপ্ত হয়ে যাবে;” উল্লেখ করেন আসাদুজ্জামান খান।

তিনি বারো বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি ৩০ টি আসনে জয়লাভ করেছিলো। ২০১৪ সালে, তারা নির্বাচন না করে ধ্বংসযজ্ঞ শুরু করে এবং মানুষকে পুড়িয়ে হত্যা করে।

গত নির্বাচনে বিদেশিদের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অনেক দেশ অনেক কথা বলে। তবে, সবাই জানে সেখানে কীভাবে গণতন্ত্রের চর্চা হয়।”

“কিছু উন্নত দেশে ২০ থেকে ২৫ শতাংশ ভোট পড়ে। আমাদের ভোট ৪২ শতাংশ। কেউ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে আমাদের কিছু বলার নেই;” বলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সুস্থ গণতান্ত্রিক ধারা বজায় রাখার কথা ভাবছেন বলে উল্লেখ করেন আসাদুজ্জামান খান। বলেন, “তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।”

নজরুল ইসলাম খান: ‘বাংলাদেশে আওয়ামী লীগ স্টাইলের গণতন্ত্র চলছে’

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বুধবার (৬ মার্চ) এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগ স্টাইলের গণতন্ত্র চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

“ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য না থাকায়, বাংলাদেশের জাতীয় সংসদ এক অনন্য পার্লামেন্ট;” বলেন নজরুল ইসলাম খান।

“এটা এক অদ্ভুত ধরনের সংসদ; যেখানে ক্ষমতাসীন দলের রয়েছে ৩৩৭টি আসন। আর, তাদের দয়ায় বিরোধী দলের আছে ১৩টি আসন। স্বতন্ত্র সংসদ সদস্যরা ভিন্ন নয়, যেহেতু তারা আওয়ামী লীগের সদস্য;” যোগ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উল্লেখ করেন যে এ ধরনের গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা হয়নি। তিনি বলেন, “১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হলে আমাদের গণতন্ত্র সমাহিত হয়।”

XS
SM
MD
LG