দেশের বিদ্যুৎ খাত গভীর সংকটে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ওবায়দুল কাদের দাবি করেছেন দেশে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। অথচ তার প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, দেশে স্বল্প পরিসরে হলেও লোডশেডিং থাকবে।
রিজভী আরো বলেন, দেশের মানুষ সকাল-সন্ধ্যা লোডশেডিং-এ ভুগছে; অথচ তাপমাত্রা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে।
বিএনপি বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে বিদেশি প্রভুর কাছে ধর্না দিচ্ছে; ওবায়দুল কাদেরের এই বক্তব্যের নিন্দা করেন রিজভী।
“আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সম্ভবত স্মৃতিশক্তি লোপ পেয়েছে;” মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “কারণ তিনি (কাদের) ২০১৪ সালের নির্বাচন ভুলে গিয়েছিলেন। তখন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং আওয়ামী লীগকে তাদের সমর্থন জানাতে এবং এইচ এম এরশাদকে নির্বাচনে যোগদান করানোর জন্য বাংলাদেশ সফর করেছিলেন।”
“এটি একটি সার্বভৌম দেশে হস্তক্ষেপের স্পষ্ট লক্ষণ;” উল্লেখ করেন রুহুল কবির রিজভী।