আন্দোলনের ব্যর্থতা এবং নির্বাচনে না আসার জন্য অনেকদিন ধরে এর খেসারত দিতে হবে বিএনপিকে। এ কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞায়, সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
“সমালোচনা যারা করে তারা করবে; দেশেও করবে, বিদেশেও করবে। বিএনপি নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে। তারা এখন টের পাবে, তারা রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করেছে;” বলেন ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, অবাক লাগে, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে হাসপাতালে যাননি বরং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে চলে গেছেন।
নালিশ করা বিএনপির রাজনীতির পুরোনো ধারা বলে উল্লেখ করেন আওয়ামী রীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “তারা জনগণের কাছে নালিশ করার চেয়ে বিদেশিদের কাছে নালিশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।”
“রাজনীতিতে তারা গলাবাজি করবে। এর জবাব তো আমাদের দিতে হবে;” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নজরুল ইসলাম খান: ‘আমরা বিশ্বাস করি ক্ষমতার পরিবর্তন ঘটবে’
এদিকে, গত শুক্রবার (২৩ ফেব্রয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাদের দলের চলমান আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।
তিনি বলেন, “আমরা ক্ষমতার পরিবর্তন চাই এবং বিশ্বাস করি যে এটি অনিবার্যভাবে ঘটবে।”বিএনপির আন্দোলনের সফলতা-ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগ কথা বলতে পারে না বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম খান।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুগপৎ আন্দোলন করছে।
সরকারের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেন নজরুল ইসলাম খান এবং সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।