অ্যাকসেসিবিলিটি লিংক

তাজুল ইসলাম: ‘বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নানা ধরনের দুর্নীতি রয়েছে’


বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সমাজ ব্যবস্থায় নানা ধরনের দুর্নীতি রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সাধারণত দুর্নীতি বলতে আমরা আর্থিক দুর্নীতি বুঝি। কিন্তু, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করা অনেক বড় দুর্নীতি।”

“জনপ্রতিনিধি ও জনগণ তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব;” তাজুল ইসলাম যোগ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশের যে পথ-নকশা ঘোষণা করেছেন; সেই লক্ষ্য অর্জন করতে হলে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা অপরিহার্য।

“শক্তিশালী স্থানীয় সরকার বলতে শুধুমাত্র বাজেট বা টাকা-পয়সা দিয়ে সহায়তা বুঝায় না, রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে স্থানীয় নানা ধরনের সমস্যার সমাধান করাও বুঝায়;” তাজুল ইসলাম উল্লেখ করেন।

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের পাশাপাশি, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও তাদের কাজের মূল্যায়নের ওপর জোর দেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, ঢালাওভাবে জনপ্রতিনিধিদের খারাপ বলা উচিত নয়। কারণ, অনেক জনপ্রতিনিধি ভালো কাজ করছেন। সমাজে তাদের সেই ভালো কাজের মূল্যায়ন প্রয়োজন।

শিক্ষিত তরুণ সমাজের রাজনীতিতে আসার প্রয়োজনের কথা উল্লেখ করেন তাজুল ইসলাম। তিনি বলেন, “তা না হলে অযোগ্য লোক সমাজকে নেতৃত্ব দেবে।”

তাজুল ইসলাম আরো বলেন যে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। আইন দ্বারা দুই ব্যবস্থার কাজের পরিধি সুনির্দিষ্টভাবে ভাগ করা আছে; তিনি উল্লেখ করেন।

“তবে, স্থানীয় সরকার নিজেদের কাজ সঠিকভাবে করছে কিনা, তাদের রাজস্ব আয়ের উপায় সৃষ্টি করছে কিনা এবং স্থানীয় মানুষকে তাদের সমস্যার অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে নিয়ে যেতে পারছে কিনা, তা দেখার বিষয়;” উল্লেখ করেন তিনি।

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে তাজুল ইসলাম বলেন, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো সমস্যা নেই। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হলে অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।

স্থানীয় সরকার নিয়ে মানুষের চিন্তায় যে ধারণা রয়েছে রাতারাতি তা পরিবর্তন সম্ভব নয় বলে উল্লেখ করেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

XS
SM
MD
LG