অ্যাকসেসিবিলিটি লিংক

রুহুল কবির রিজভী: ‘ক্ষমতা দখল করে ঔদ্ধত্য দেখাচ্ছে আওয়ামী লীগ’


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “গত মাসে অনুষ্ঠিত ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করে ঔদ্ধত্য প্রদর্শন করছে।”

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণের আগে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে বিএনপি নতুন এই কর্মসূচি পালন করছে।

রুহুল কবির রিজভী গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসন ও ডামি নির্বাচন বলে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করার পর, সরকার এখন ঔদ্ধত্য প্রদর্শন করছে।

“তারা যে ক্ষমতা কেড়ে নিয়েছে, সেটা জনগণের কাছে প্রকাশ করার চেষ্টা করছে;” বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে দেশের মানুষ জেগে উঠেছে। “ডামি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি; তিনি যোগ করেন।

জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীর ওপর অনেক দমনপীড়ন হয়েছে এবং অনেক সেনা সদস্যকে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, “যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছু করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা।”

তিনি আরো বলেন, “আপনি (প্রধানমন্ত্রী) সেনা কর্মকর্তাদের গুম করে দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী কোথায়? আপনার সরকারের আমলে তাকে জোরপূর্বক গুম করা হয়েছে।”

আওয়ামী লীগ সরকার ১৯৭২-১৯৭৫ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও অন্যান্য বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীর প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “একইভাবে এই সরকারের আমলে অসংখ্য বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেককে জোরপূর্বক গুম করা হয়েছে।”

হাছান মাহমুদ: ‘নেতৃত্ব বদল ছাড়া বিএনপি সচল হবে না’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সোমবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে এক স্মরণ সভায় বলেছেন, “বিএনপিকে অনুরোধ জানাবো, নেতৃত্বের পরিবর্তন ছাড়া আপনাদের দল ও রাজনীতি আর কখনো সচল হবে না।”

চট্টগ্রামে এক স্মরণ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ১২ ফেব্রুয়ারি, ২০২৪।
চট্টগ্রামে এক স্মরণ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ১২ ফেব্রুয়ারি, ২০২৪।

তিনি আরো বলেন, “বসে যাওয়া পুরাতন গাড়ির মতো বিএনপিকে দেশি-বিদেশি অনেকে ঠেলেও স্টার্ট দিতে পারেনি। বিএনপি’র এই পুরাতন গাড়ি স্টার্ট দিতে হলে ব্যাটারি চেঞ্জ করতে হবে।

“কিন্তু তাদের ড্যাম হয়ে যাওয়া ব্যাটারি থাকে লন্ডনে। এই ব্যাটারি ফেলে না দিলে বিএনপির রাজনীতির গাড়ি আর কখনো স্টার্ট হবে না;” হাছান মাহমুদ যোগ করেন।

বিএনপির লিফলেট কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আপনারা লিফলেট বিতরণ করুন, কিন্ত পেট্রোল বোমা বিতরণ করতে যাবেন না। সেটা যদি করেন উচিৎ শিক্ষা দেয়া হবে।”

“আমাদের দলের তরুণ কর্মীদের বলবো, বিএনপির কারা পেট্রোল বোমা নিক্ষেপ করার পরিকল্পনা করে, সেটা খুঁজে বের করুন। আমরা তাদের (বিএনপি) এই কাজ করতে দেবো না;” বলেন হাছান মাহমুদ।

XS
SM
MD
LG