বর্তমান বিশ্বের প্রযুক্তি উৎকর্ষতার কথা বিবেচনা করে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক আইন প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'সেন্টার ফর এনআরবি'র একটি প্রতিনিধি দল আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় আনিসুল হক এ কথা জানান।
“আইন প্রণয়ন করার আগে অংশীজনদের সঙ্গে অবশ্যই আলাপ-আলোচনা করা হবে;” জানান আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব আইন প্রণয়ন করতে চান। এজন্য তার সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ রেখেছে।
আনিসুল হক বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নন-রেসিডেন্ট বাংলাদেশিরা যাতে তাদের মতামত জানাতে পারেন, সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
আনিসুল হক বলেন, “সময়ের চাহিদার কারণে সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পাশাপাশি আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন প্রণয়ন করেছে।”
তিনি জানান; ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠা করা হয়েছে, বৃটিশ আমলের সাক্ষ্য আইন যুগোপযোগী করা হয়েছে। “এখন দেশি-বিদেশি সব শ্রেণি-পেশার মানুষ সরকারের এসব কর্মকাণ্ডের সুফল পাচ্ছে;” জানান আইনমন্ত্রী আনিসুল হক।