অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার থেকে আসা মর্টার শেল নিস্ক্রিয় করলো বাংলাদেশ সেনাবাহিনী


মিয়ানমার থেকে আসা মর্টার শেল নিস্ক্রিয় করলো বাংলাদেশ সেনাবাহিনী
মিয়ানমার থেকে আসা মর্টার শেল নিস্ক্রিয় করলো বাংলাদেশ সেনাবাহিনী

মিয়ানমার থেকে বাংলাদেশ ভূখণ্ডে আসা একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের নয়াপড়া সীমান্তে শেলটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় অবিস্ফোরিত মর্টারশেলটি পাওয়া যায়।

বিজিবির সদর দপ্তর জানায়, নয়াপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। এসময় বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে তৎপর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে কয়েক দিন ধরে।

সংঘর্ষের সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ্ সময় তারা এই প্রাণঘাতী শেলটি ফেলে দিতে পারে বলে ধারণা করছে বিজিবি।

XS
SM
MD
LG