অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মেলিন্ডা গেটস


শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মেলিন্ডা গেটস।
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মেলিন্ডা গেটস।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদের সূচনা করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক চিঠিতে মেলিন্ডা গেটস বলেন, “আমরা এসডিজি ও সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রায় সমর্থন অব্যাহত রাখার আশা করছি।”

তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণ করার ক্ষেত্রে, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক উদাহরণে পরিণত হতে চলেছে।

“… এবং আমরা আপনাদের দূরদর্শী ডিজিটাল বাংলাদেশ উদ্যোগসহ আর্থিক অন্তর্ভুক্তি লক্ষ্য অর্জনে চলমান সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ;” যোগ করেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

তিনি আরো বলেন, “অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের ফাউন্ডেশন এটুআই ও আইসিটির সঙ্গে অংশীদারিত্ব করেছে। আর, আপনাদের ২০৪১ সালের জন্য স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সহযোগিতা করছি আমরা।”

মেলিন্ডা জানান, সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনার অঙ্গীকারকে তার ফাউন্ডেশন সমর্থন করে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ধানের প্রজনন আধুনিকায়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সঙ্গে তার প্রতিষ্ঠান কাজ করেছে বলে জানান তিনি।

পুষ্টি বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি ২০২০-২০৩০ পাস করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

XS
SM
MD
LG