অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পরিবেশ সুরক্ষায় এক সঙ্গে কাজ করবে, জানালেন সাবের চৌধুরী


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ৪ ফেব্রুয়ারি, ২০২৪।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ৪ ফেব্রুয়ারি, ২০২৪।

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

বিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ সচিবালয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেন। পরে সাবের হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

বাংলাদেশের পরিবেশমন্ত্রী বলেন, “ভবিষ্যতে আমরা কীভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। আজকের বৈঠক, আমাদের অংশীদারিত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণের জন্য একটি ফলপ্রসূ পদক্ষেপ।”

রাষ্ট্রদূত হাস বলেন, “কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের উভয় দেশের জন্য আরো জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাবো।”

রাষ্ট্রদূত হাস ও পরিবেশমন্ত্রী সাবের উভয়েই গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে, বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।

XS
SM
MD
LG