অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের অভিনন্দন


ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পদে পুননির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আপনার দেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। আমরা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বুধবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের অভিনন্দন বার্তার বিষয়টি জানিয়েছে।

বার্তায় তিনি বলেছেন, “আমাদের সহযোগিতা বিস্তৃত ও আধুনিকীকরণের লক্ষ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শিগগিরই শুরু হবে।”

তিনি বলেন, “এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের জন্য একটি দৃঢ় কাঠামো নির্ধারণ করবে।”

চার্লস মিশেল আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারত্বের কাঠামোর আওতায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন অগ্রাধিকারগুলো সমুন্নত রাখতে এবং আমাদের সম্পর্কের ভিত্তি উন্নয়নে কাজ করে যাবে।”

XS
SM
MD
LG