অ্যাকসেসিবিলিটি লিংক

তাজুল ইসলাম: ‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আইনের ব্যত্যয় ঘটবে না’


বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

উপজেলা পরিষদসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া ভোট গ্রহণ করা হলে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে, কোনো রাজনৈতিক দল প্রার্থীদের মনোনয়ন দিতে পারে, না-ও দিতে পারে; তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।”

সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয় যে দলের প্রতীকে উপজেলা নির্বাচন হচ্ছে না।

আইন থাকার পরও এটা সম্ভব কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, আইনটি যেভাবে করা আছে, তাতে করে দলীয় প্রতীকে নির্বাচন হতে পারে; দলীয় প্রতীক ছাড়াও হতে পারে।

“কোনো দল যদি কাউকে মনোনয়ন দিয়ে প্রতীক দেয়, সেখানে নির্বাচন দলীয় প্রতীকে হবে। তবে, বিকল্প আছে। কেউ স্বতন্ত্র নির্বাচন করতে পারে। আমি আইনটি দেখেছি, আইনটি ঠিক আছে;” যোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে, দলীয় মনোনয়ন দেবে; সে সিদ্ধান্ত তারা নিতে পারে। তবে, দল যদি মনে করে, তারা মনোয়ন দেবে না; বা কোথাও দেবে, কোথাও দেবে না, সেক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে।

আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই বলে জানান তাজুল ইসলাম। বলেন, “আইন সংশোধন করার দরকার পড়বে না।”

XS
SM
MD
LG