অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা: ‘মজুতদারদের কারাগারে পাঠাতে হবে’


গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা। ২২ জানুয়ারি, ২০২৪।
গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা। ২২ জানুয়ারি, ২০২৪।

অবৈধ মজুতদার ও বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “প্রয়োজনে তাদের কারাগারে পাঠাতে হবে।”

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, “কেউ যদি অসৎ উদ্দেশ্যে কোনো পণ্য মজুদ করে থাকে, তাহলে আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে তাদের কারাগারে পাঠাতে হবে।”

নির্বাচনের পর হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি খুবই অস্বাভাবিক বিষয় বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “এর পেছনে কারা কারসাজি করছে তা খুঁজে বের করা জরুরি। শুধু খুঁজে বের করলে হবে না; তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে আমরা তা করবো।”

মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, “জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে।”

শেখ হাসিনা আরো বলেন, অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি তৈরি পোশাক খাতে আন্দোলনের চেষ্টা চলছে; উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

XS
SM
MD
LG