অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ডাচ এনজিওগুলো


বাংলাদেশে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ডাচ এনজিওগুলো
বাংলাদেশে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ডাচ এনজিওগুলো

বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে, নেদারল্যান্ডস-এর এনজিওগুলো তাদের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। শনিবার (২০ জানুয়ারি) নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাসে আয়োজিতে এক সম্মেলনে নেদারল্যান্ডস-এর এনজিওর প্রতিনিধিরা এ আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে ৪০টির বেশি এনজিও থেকে ৬০ জন প্রতিনিধি অংশ নেন। এসব বেসরকারি সংগঠন বাংলাদেশে নারী ও শিশু, জলবায়ু অভিযোজন, স্বাস্থ্য, শিক্ষা, পানি, কৃষি, মানসিক স্বাস্থ্যের মতো ক্ষেত্রে সক্রিয় ভাবে যুক্ত রয়েছেন।

নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মু. রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সহযোগিতা), রাষ্ট্রদূত প্যাসকেল খ্রোটেনহাউস ও রাষ্ট্রদূত (এশিয়া ও ওশেনিয়া) ওয়াউটার ইয়োর্খেন বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত হামিদুল্লাহ তুলে ধরেন, কীভাবে দুই ব-দ্বীপের মানুষ সক্ষমতা ও জ্ঞানের পার্থক্য থাকা সত্ত্বেও, উদ্ভাবন, সহনশীলতা ও উন্নয়ন উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে।

ডাচ এনজিওগুলোকে বাংলাদেশের জনগণের বন্ধু বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত হামিদুল্লাহ। তিনি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ডাচ এনজিওগুলো কিভাবে বাংলাদেশে আরো ভূমিকা রাখতে পারে, সেসব ক্ষেত্র ও ধারণা তুলে ধরেন।

কয়েক দশক ধরে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন রাষ্ট্রদূত প্যাসকেল। তিনি ঝুঁকিপূর্ণ জনসংখ্যার সুরক্ষা ও জীবিকা অর্জনের জন্য একটি সামাজিক-অর্থনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তার ভাবনা উপস্থাপন করেন।

প্যানেল আলোচনায়, অন্তর্ভুক্তি, জলবায়ু সংকট মোকাবেলা ও জীবিকা বিষয়ে ডাচ সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও এনজিও থেকে ১০ জন বিশেষজ্ঞ আলোচনা করেন।

এছাড়া, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায়, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুযোগ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা।

XS
SM
MD
LG