অ্যাকসেসিবিলিটি লিংক

ওবায়দুল কাদের: ‘বিএনপি এখন বড় সহিংসতার জন্য শক্তি সঞ্চয় করছে’


বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নির্বাচনে অংশ না নেয়া ছিলো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।

নির্বাচনের পরও, বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচন বিতর্কিত করার অপচেষ্টা করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, “তারা এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতার জন্য।”

শুক্রবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

“অগণতান্ত্রিক পন্থায় অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসাতে দেশি-বিদেশি অপতৎপরতা ছিলো। আর এখন নেই; সে কথাও বলা যায় না;” যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিএনপি এই নির্বাচনে অংশ নিলে তা আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।

“তবে তাদের অনুপস্থিতিতে নির্বাচন ভোটারশূন্য ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি;” বলেন ওবায়দুল কাদের।

বিএনপির বর্তমান অবস্থানকে নীরবতা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “তারা এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতার জন্য।”

তিনি আরো বলেন, বিএনপির প্রতি নতুন করে আর কোনো আহ্বান নেই আ্ওয়ামী লীগের পক্ষ থেকে।

“তারা নেতিবাচক রাজনীতি থেকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুক এটাই চাই;” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি জানান যে দেশের সমস্যা নিয়ে এখন শেখ হাসিনা সরকারের সব ভাবনা। পেছনে ফেলে আসা সংকট নিয়ে সময় ক্ষেপণ করার সময় সরকারের নেই।

মঈন খান: 'রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি'
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে তাদের দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

তিনি বলেন, “আমাদের সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার করা। গণতন্ত্র বলতে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বোঝায়। তাই নীতিগতভাবে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম হতে হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।”

মঈন খান বলেন, রাস্তায় সরকারের বন্দুক ও গুলি মোকাবেলায়, নিরস্ত্র জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন তারা।

“এভাবে আমরা এই সরকারকে পরাজিত করবো। আজকের এই দিনে আমরা এই শপথ নিই। আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো; বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।

জনগণই বিএনপির শক্তি উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, বন্দুকের নল, বুলেটের শক্তি, কাঁদানে গ্যাসের শক্তি, জলকামানের শক্তি বা এই সরকারের যত ক্ষমতাই থাকুক না কেন জনগণের সেই শক্তি দিয়ে বিএনপি বর্তমান অবৈধ দ্বিতীয় বাকশাল সরকারকে ক্ষমতাচ্যুত করবে।

বাংলাদেশে গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, চূড়ান্ত সফলতা পেতে হয়তো দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ও অন্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথের আন্দোলন থেকে বিচ্যুত হবেন না।

XS
SM
MD
LG