অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন: ‘কোনো রকম দুর্নীতি মেনে নেবো না’


বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন

দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, “আমি নিজে দুর্নীতি করি না, আমি দায়িত্বে থাকা অবস্থায় কোনো রকম দুর্নীতি মেনে নেবো না। এছাড়া দুর্নীতি করে কেউ রেহাই পাবে না।”

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে তার মন্ত্রণালয়ের দুর্নীতিসহ নানা বিষয়ে প্রশ্ন করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন। “তবে আপনারা আস্থা রাখুন;” বলেন সামন্ত লাল সেন।

তিনি আরো বলেন, “আমি সারাজীবন দুর্নীতি করিনি, আর ভবিষ্যতেও করবো না। দুর্নীতি আমি মেনে নেবো না এবং দুর্নীতি করে কেউ রেহাই পাবে না।”

পরিদর্শনকালে, হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এর আগে, সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁওয়ের শ্রী শ্রী লোকনাথ মন্দির আশ্রমে যান এবং আশ্রমে উপস্থিত ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন ও প্রার্থনায় অংশ নেন।

XS
SM
MD
LG