দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, “বৈধ রাজনীতি করার পরিবর্তে যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে দেয় এবং নৈরাজ্য উস্কে দেয়, তাদের সঙ্গে সংলাপ অর্থহীন।” সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
আগামী দিনগুলোতে বিরোধী দল বিএনপির চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের কৌশল সম্পর্কে জানতে চাইলে একথা বলেন হাছান মাহমুদ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, তার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক নির্ধারিত আছে। সেই বৈঠকে বিষয়টির ওপর গুরুত্বারোপ করবেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আঞ্চলিক সহযোগিতার বিস্তৃত প্রেক্ষাপট নিয়ে কথা বলেন ড. হাছান।
তারা পারস্পরিক সমর্থন, বিশেষ করে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে, বাংলাদেশের প্রতি ভারতের ধারাবাহিক সমর্থন নিয়ে আলোচনা করেন।
ড. হাছান বলেন, “২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির বাহ্যিক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিলো অবিচল।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণ গ্রহণ করে হাছান মাহমুদ তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফরের পরিকল্পনার কথা জানান।
ভারতের হাইকমিশনারের সঙ্গে এই বৈঠক, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর, ড. হাছানের প্রথম কূটনৈতিক কার্যক্রম।
রুহুল কবির রিজভী: ‘বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করছে’
এদিকে, শনিবার (১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন যে আন্দোলনের নতুন কর্মসূচি প্রণয়ন করছে বিএনপি।
“নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করছে;” উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “অবশ্যই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে ভাবছি। আমাদের নেতারা প্রায় প্রতিদিনই বসছেন। আমাদের কর্মসূচি চূড়ান্ত হয়ে গেলে আপনাদের জানাবো।”
তিনি আরো জানান, তাদের দল এখনো বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর সমমনা দলগুলো বিএনপির সঙ্গে আছে।
“তাদের (মিত্রদের) সঙ্গে কথা বলার মতো অনেকগুলো বিষয় আছে... আমরা সবার সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি প্রণয়ন করবো এবং পরে আপনাদের জানাবো;” যোগ করেন রুহুল কবির রিজভী।
ক্ষমতাসীন দল এখন “অবৈধ ব্যক্তিদের” নিয়ে সরকার গঠন করে তা উদযাপন করছে বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।