অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনাকে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ১৯ দেশের অভিনন্দন


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ও কোরিয়া প্রজাতন্ত্র (দক্ষিণ কোরিয়া) সহ ১৯ দেশের রাষ্ট্রদূতগণ।

অন্য যে দেশগুলোর রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন, সে দেশগুলো হলো; থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ব্রুনাই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায়, তারা নিজ নিজ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূতরা নিজ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় শেখ হাসিনা, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহত সহযোগিতার জন্য বন্ধুপ্রতিম সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এদিকে, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আরো ফলপ্রসূ ভূমিকা পালন করবে।

শেখ হাসিনা ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ওআইসি সদস্য দেশগুলো আগামী দিনগুলোতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

নির্বাচনে বিজয়ী হওয়ায়, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি।
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি।

তিনি বলেন, “নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অভিনন্দন।”

মঙ্গলবার (৯ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় বলা হয়, কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে প্রস্তুত।

XS
SM
MD
LG