অ্যাকসেসিবিলিটি লিংক

ওবায়দুল কাদের: 'বিএনপিকে আরো ৫ বছর অপেক্ষা করতে হবে'


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এখন পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।

সোমবার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে, আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের।

“দেশের জনগণ ব্যালটের মাধ্যমে অগ্নিসংযোগকারী, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ১৫ আগস্টের খুনিদের উপযুক্ত জবাব দিয়েছে;” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বারবার নির্বাচন বর্জন করার পর এখন বিএনপির পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।

বিএনপি এখন যেসব অভিযোগ এনেছে তা অবাস্তব ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপিকে সত্য মেনে নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, “আমরা নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করবো।”

“এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে;” যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ জনসভা করবে বলে জানান তিনি।

নতুন নির্বাচন দাবি করেছে বিএনপি

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করেছে।

“এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে;” বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার (৮ জানুয়ারী) ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৮ জানুয়ারী, ২০২৪।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৮ জানুয়ারী, ২০২৪।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে মঙ্গলবার (৯ জানুয়ারি) ও বুধবার (১০ জানুয়ারি) দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঈন খান বলেন, “দেশের জনগণ ৭ জানুয়ারির নির্বাচন একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করেছে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। (ফাইল ছবি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। (ফাইল ছবি)

“আওয়ামী লীগ ডামি নির্বাচন করেছে, ডামি প্রার্থী দিয়েছে, ডামি পর্যবেক্ষক দিয়েছে, তবু ভোটারদের ভোট কেন্দ্রে নিতে পারেনি। সরকারের প্রতি যদি মানুষের আস্থা থাকতো, মানুষ নিজেই ভোট দিতে আসতো;” বলেন মঈন খান।

নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে “নাটক” বলে উল্লেখ করেন মঈন খান। তিনি বলেন নির্বাচন “ভুয়া প্রমাণিত হয়েছে।”

“জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে,” তিনি বলেন।

তিনি আরো বলেন, জনগণ সরকারের পরিবর্তন চায় এবং বিএনপি জনগণের কাছে জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবে।

XS
SM
MD
LG