বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন ভারতের কূটনীতিক রাষ্ট্রদূত ইন্দ্রমণি পান্ডে।
বিমসটেকের চতুর্থ মহাসচিব হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব নিলেন ইন্দ্রমণি পান্ডে। তিনি ভুটানের তেনজিন লেকফেলের স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) আবদুল মোতালেব সরকার ও বিমসটেক সচিবালয়ের পরিচালকরা।
দায়িত্ব নেয়ার পর, বিমসটেক সচিবালয়ের পরিচালক ও অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন নতুন মহাসচিব। এ সময় তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ ও দৃঢ় করতে তাদের দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ দেয়ার অঙ্গিকার করেন।
মহাসচিবের দায়িত্ব অর্পণের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ধন্যবাদ জানান ইন্দ্রমণি পান্ডে। একই সঙ্গে তাদের অব্যাহত সমর্থন ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন।
পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত পান্ডে ১৯৯০ সালে ভারতের পররাষ্ট্র বিভাগে যোগ দেন। বিমসটেক মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে, রাষ্ট্রদূত পান্ডে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ওমান সালতানাতে ভারতের রাষ্ট্রদূত; ফ্রান্সে ভারতের ডেপুটি অ্যাম্বাসেডর; চীনের গুয়াংজুতে ভারতের কনসাল জেনারেলসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।