নাটোরের সিংড়া উপজেলায় নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপির নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ৩ জনকে।
ভাঙচুর করা হয়েছে দাউদার মাহমুদের পেট্রোল পাম্প ও পুলিশের একটি গাড়িসহ অন্তত ৭টি গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দাউদার মাহমুদের নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ শুরু করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করা হয়।
এই সময় আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ধাওয়া করে এবং দাউদার মাহমুদের পেট্রল পাম্পে ভাঙচুর করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ৩ জনকে আটক করেছে পুলিশ।পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।