অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন ‘ভোট গ্রহণের দিন নাশকতার তথ্য নেই’


সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৩১ ডিসেম্বর, ২০২৩।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৩১ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে, ভোট গ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে, যে কোনো গুপ্তহত্যা রোধে গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি সব সময় নাশকতা করে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনী সেই বিষয়ে সজাগ রয়েছে; গোয়েন্দা বাহিনীও কাজ করছে।”

আসাদুজ্জামান খান কামাল উল্লেখ করেন যে গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করছে বলেই কোনো সহিংসতা তেমন প্রভাব ফেলতে পারেনি।”

নাশকতার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কনো সতর্কতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত তেমন তথ্য আসেনি।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আরো জানান, গোয়েন্দা বাহিনী যে তথ্য দিচ্ছে, সেগুলো নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”

“নির্বাচন যাতে না হয়, নির্বাচনে যাতে কেউ অংশগ্রহণ না করে; এমন ধরনের প্রচারণা শুরু করেছে বিএনপি;” উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান।

তিনি বলেন, “কিন্তু জনগণ মনোযোগ দিচ্ছে না। জনগণ মনে করছ, এমন প্রচারণা অযৌক্তিক।”

ভোটের হার কেমন হবে? জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই ভালো টার্ন আউট হবে। জাপান এবং অন্যান্য উন্নত দেশের টার্ন আউট কেমন তা দেখুন; এর চেয়ে ভালো হবে।”

XS
SM
MD
LG