অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি: রিজভীর অভিযোগ ‘জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করছে’


রিজভীর অভিযোগ ‘জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করছে’।
রিজভীর অভিযোগ ‘জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করছে’।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে বাংলাদেশে ‘ডামি’ নির্বাচন করতে, একটি দেশ বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ করছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায়, প্রচারপত্র বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জনগণের প্রতি এই ‘সাজানো নির্বাচন’ বর্জনের আহ্বান জানান রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল (২৮ ডিসেম্বর) বলেছেন, নির্বাচন নিয়ে দেশে- বিদেশে ষড়যন্ত্র চলছে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, “আপনারাই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আর, একটি প্রতিবেশী দেশ বাংলাদেশে একটি ডামি নির্বাচন করতে সরাসরি হস্তক্ষেপ করছে।”

“শুধু ক্ষমতা ধরে রাখার জন্য, বর্তমান সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে বাংলাদেশকে একটি দালাল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে;” অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন যে জনগণ তাদের নীলনকশা সফল হতে দেবে না। আসন্ন নির্বাচনকে প্রহসনমূলক নির্বাচন বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

জনগণ প্রজাতন্ত্রের মালিক বলে উল্লেখ করেন তিনি। বলেন, সরকার জনমত উপেক্ষা করে ডামি নির্বাচন করে বিদেশিদের ফাঁকি দেয়ার চেষ্টা করছে। যতই ষড়যন্ত্র করুক, তারা সফল হবে না।

রুহুল কবির রিজভী বলেন, “আমরা ভোটারদের এই ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি... ভোটের দিন ঘরে থাকুন, ভোটকেন্দ্রে যাবেন না। ভোটকেন্দ্রে না গিয়ে এই অবৈধ নির্বাচনকে না বলুন।”

আব্দুল মোমেন: বিএনপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে

এদিকে, শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। আর, বিএনপি চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

আব্দুল মোমেন বলেন, “বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক। তারা মনে করছে নির্বাচনে এলে তারা ভোট পাবে না। বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।”

আব্দুল মোমেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী। তিনি বলেন, “বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ, বিশ্বের ৩৩তম বৃহত্তম অর্থনীতি।”

“আমরা এখন আত্মনির্ভরশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। বাংলাদেশ আফগানিস্তান নয়, কাজেই দু-একটি দেশের হুমকি-ধমকিতে কোনো লাভ হবে না;” যোগ করেন আব্দুল মোমেন।

XS
SM
MD
LG