অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি জনসমর্থন হারিয়েছে, বলছেন ওবায়দুল কাদের


ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৮ ডিসেম্বর, ২০২৩।
ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৮ ডিসেম্বর, ২০২৩।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন প্রসঙ্গে বলেছেন, দলটি জনসমর্থন হারিয়েছে।

তিনি বলেন, “যদি (বিএনপির আন্দোলনের প্রতি) জনসমর্থন থাকত, তাহলে কোনো দলকেই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য লুকিয়ে হামলা চালাতে হতো না।”

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন নির্বাচনী এলাকায় সহিংসতার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা স্বাভাবিক। কোনো প্রার্থী নির্বাচন বর্জন করবে না।

তিনি বলেন, প্রার্থীরা ভোটারদের বুঝিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অসঙ্গতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “সরকার শুধু রুটিন ওয়ার্ক পরিচালনা করায় এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া না গেলেও নির্বাচনের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, টিআইবি তাদের প্রতিবেদনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রকাশ করা প্রার্থীদের আয়, সম্পদ, ঋণ ও ঋণের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

টিআইবি একজন মন্ত্রীকে অভিযুক্ত করেছে, যার নাম প্রকাশ করা হয়নি।

সংস্থাটি জানিয়েছে, সরকারের মন্ত্রিসভার অন্তত একজন সদস্যের নিজ নামে বিদেশে একাধিক কোম্পানি থাকার প্রমাণ রয়েছে, যার প্রতিফলন হলফনামায় নেই। মন্ত্রী ও তার স্ত্রীর মালিকানাধীন ছয়টি কোম্পানি এখনো বিদেশে সক্রিয়ভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। সেসব কোম্পানির মোট সম্পদ মূল্য প্রায় ২ হাজার ৩১২ কোটি টাকা।

বিএনপি: নজরুল ইসলাম খানের নির্বাচনের নামে সরকারের খেলা বানচাল করতে জনগণের প্রতি আহ্বান

এদিকে নির্বাচনের নামে আওয়ামী লীগ সরকারের খেলার চেষ্টা নস্যাৎ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২৮ ডিসেম্বর, ২০২৩।
জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২৮ ডিসেম্বর, ২০২৩।

নজরুল ইসলাম খান বলেন, “আমরা দেশের জনগণের কাছে আগামী নির্বাচন বর্জন করার জন্য আবেদন করছি। কারণ এই নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থী বাছাই করার সুযোগ নেই।”

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন একটি অবৈধ, দুর্নীতিবাজ ও লুটেরা সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা মাত্র। “আপনারা (জনগণ) তাদের (সরকার) ‘না’ বলুন। আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়ান এবং নির্বাচনের নামে এই খেলা বানচাল করুন।”

নজরুল ইসলাম খান বলেন, “জনগণের সব অধিকার কেড়ে নেওয়া সরকার ডামি নির্বাচন এবং গণতন্ত্রের নামে প্রহসনমূলক খেলা চালিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করায় দেশের জনগণের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। যে নির্বাচনে সরকারবিরোধী কোনো প্রার্থী নেই সেখানে ভোট দেওয়ার কোনো গুরুত্ব ও সুযোগ নেই। সে জন্য দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই নির্বাচন বর্জন করবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে যোগ দিতে এবং নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লড়াইয়ে জয়ী হওয়ার জন্য দেশবাসীকে আবারও আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, আসুন গণতন্ত্রের সংগ্রামে জয়ী হই এবং এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যে বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের নামে একটি খেলার অংশ হিসেবে ক্ষমতাসীন দল বুধবার তাদের ইশতেহার ঘোষণা করেছে। “এতে অনেক লম্বা লম্বা কথা আছে। অথচ গতকালও (বুধবার) সারা বিশ্বের শহরের তালিকায় সবচেয়ে খারাপ বায়ুর মানের তালিকায় শীর্ষে ছিল ঢাকা শহর। এভাবেই তারা হয়ে উঠেছে উন্নয়নের রোল মডেল।”

XS
SM
MD
LG