নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয় পেয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। নেপিয়ারে বুধবার (২৭ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই নিউজিল্যান্ডের করা ১৩৪ রান টপকে যায় বাংলাদেশ দল। ম্যাচ জয়ে ৩৬ বলে ৪২ রান করে অগ্রণী ভূমিকা রাখেন লিটন দাশ। ২৫ বলে ৪০ রানের জুটিতে তাঁকে সঙ্গ দেন মেহেদী হাসান।
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে জয়শূন্য ছিল বাংলাদেশ। এই সফরে নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেও জিতেছে। এরই ধারাবাহিকতায় টি-টোয়েন্টিতেও কাটল জয়ের খরা।
২০ ওভারের খেলায় নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ৯ ম্যাচ খেলে সব কটিতে হেরেছিল। দশম ম্যাচে এসে বাংলাদেশ দল জয়ের দেখা পেল।
জেমস নিশাম ২৯ বলে ৪৮ রান এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ২৩ রান করলেও স্বাগতিকেরা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়তে ব্যর্থ হয়। ৯ উইকেটে ১৩৪ রান করে স্বাগতিকেরা।
বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২৬ রানে ৩ উইকেট এবং মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।
বোলারদের এই চমৎকার বোলিংই গড়ে দেয় বাংলাদেশের জয়ের ভিত্তি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (নিশাম ৪৮, স্যান্টনার ২৩, চ্যাপম্যান ১৯, মিলনে ১৬, মিচেল ১৪; শরীফুল ৩/২৬, মেহেদী ২/১৪, মোস্তাফিজ ২/১৫, রিশাদ ১/২৪, তানজিম ১/৪৫)।
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, সৌম্য ২২, মেহেদী ১৯*, নাজমুল ১৯, তাওহিদ ১৯; নিশাম ১/৭, সাউদি ১/১৬)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মেহেদী হাসান