অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: হাবিবুল আউয়াল নিশ্চিত করলেন, 'আগের রাতে ভোট হবে না’


চট্টগ্রামে মতবিনিময় সভায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ২৬ ডিসেম্বর, ২০২৩।
চট্টগ্রামে মতবিনিময় সভায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ২৬ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলছেন, “শতভাগ নিশ্চিত করতে পারি, আগের রাতে ভোট হবে না।”

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, “আগের রাতে ভোটসহ যেসব কথাবার্তা হয়েছে; এ বিষয়ে ৯৯ শতাংশ নয়, শতভাগ নিশ্চিত করতে পারি, কোনো অবস্থাতেই এটা হবে না।”

তিনি বলেন, এজন্য অনেক কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে।

প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ করেন, ব্যালট পেপার যখনই যাক, প্রার্থীরা পোলিং এজেন্ট দিয়ে সকালে ভোটকেন্দ্রে স্বচ্ছ বাক্সগুলো খালি কি না তা দেখে, তারপর বাক্স বন্ধ করবেন।

তিনি বলেন, “ভোটকেন্দ্রে অবৈধ কোনো ব্যালট বাক্স ঢোকার সুযোগ নেই। তারপরও, বিশ্বাস এবং আস্থা অর্জনের জন্য বলেছি, ব্যালট পেপার সকালে পাঠাবো।”

হাবিবুল আউয়াল বলেন, পোলিং এজেন্টরা অবশ্যই দাঁড়িয়ে দেখে নেবেন, ব্যালট বাক্স খালি আছে কি না। তারা ভোট শেষ না হওয়া পর্যন্ত, গণনা ও ফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।

তিনি বলেন, যদি কোনো পেশী শক্তির উদ্ভব ঘটে, তাহলে প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে, ভোট বন্ধ করে দেবেন। তিনি যদি বন্ধ না করেন, রিটার্নিং অফিসার বন্ধ করে দেবেন। রিটার্নিং অফিসার বন্ধ না করলে; আমরা অবহিত হলে ঢাকা থেকে বন্ধ করে দেবো।

সিইসি বলেন, “ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে একটা অনাস্থার সৃষ্টি হয়েছে, তা দূর করতে হবে।” ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জাল ভোট হলে ভোট বন্ধ হবে

এদিকে, নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, কোনো কেন্দ্রে একটি ভোটও জাল হলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করা হবে।

ভোলায় এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান। ২৬ ডিসেম্বর, ২০২৩।
ভোলায় এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান। ২৬ ডিসেম্বর, ২০২৩।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোলায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আহসান হাবিব খান বলেন, “আমরা প্রত্যেকটি জায়গায় দায়বদ্ধতা বাড়ানোর চেষ্টা করেছি।”

তিনি আরো বলেন, “কোনো কেন্দ্রে যদি জাল ভোট হয়, সেই কেন্দ্র বন্ধ হবে। দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার সাসপেন্ড হবে। কোনো স্বচ্ছতা, অসততা ও অসতর্কতা অ্যাক্সেপ্ট করা হবে না।”

নির্বাচন কমিশনার বলেন, গণতন্ত্র, সংবিধান, দেশ ও অর্থনীতিকে বাঁচাতে হবে। শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন করা ছাড়া কোনো উপায় নেই।”

তিনি বলেন, অতীতকে পরিবর্তন করা যাবে না। তবে, অতীত থেকে শিক্ষা নিয়ে কিভাবে সুন্দরের দিকে এগিয়ে যাওয়া যায়, সেটাই বিবেচ্য বিষয়।

XS
SM
MD
LG