অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: কমিশন ৪ জানুয়ারি বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে


বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে, ঢাকা অবস্থানরত বিদেশি দূতাবাস এবং বহুপক্ষীয় সংস্থার প্রধানদের ব্রিফ করবে দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচনের তিন দিন আগে, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বৈঠকে বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

এই বৈঠকে, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে অন্য কমিশনারগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

বিদেশি কূটনীতিকদের উপস্থিতি নিশ্চিত করতে, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৮৯৫ জন প্রার্থী।

এদিকে, ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে, ২৭টি দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে; আর, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন বর্জন করেছে।

XS
SM
MD
LG