রবিবার সকাল ৬টা থেকে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকে দিনব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধের সময় জনজীবন ছিলো প্রায় স্বাভাবিক। উত্তেজনা ও অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও, ঢাকার রাস্তায় গণপরিবহন ও যাত্রীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
তবে, বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে মিছিল হয়েছে বলে জানা গেছে। অবরোধের সময় আইনশৃঙ্খলা রক্ষায়, সারাদেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
রবিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরো জানান যে বিজিবির ১৬টি টিম ঢাকা ও আশপাশের জেলাগুলোতে দায়িত্ব পালন করেছে।
নতুন কর্মসূচি
বাংলাদেশের আাসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য জনসমর্থন আদায়ের লক্ষ্যে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে তিন দিনের গণসংযোগ কর্মসূচি করবে বিএনপি।
রবিবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিনব্যাপী সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।
তিন বাসে আগুন
বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধের আগে, শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার গুলিস্তান, মিরপুর ও কলাবাগান এলাকায় তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনে, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছে ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
আর, রাত ১০টা ৫২ মিনিটের দিকে কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় মিরপুর মেট্রো সার্ভিস বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।
এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস দপ্তরের পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
রংপুরে হরতাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এর মুক্তির দাবিতে, রংপুরে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপির রংপুর কার্যালয়ের সামনে থেকে অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে, নাশকতার মামলায়, বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।