নির্বাচনী আচরনবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ভোটের মাঠে অনিয়ম করতেই হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্য, প্রার্থীদের প্রতি আহবান জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।
বরিশালে রির্টানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শনিবার (২৩ ডিসেম্বর) এ আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বরিশাল জেলার ৬ নির্বাচনী এলাকার প্রার্থীরা অংশ নেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন যে কোনো কেন্দ্রে নূন্যতম কারচুপি হলে, তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে।
কাজী হাবিবুল আউয়াল আরো বলেন, “সবাই এখন চাইছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক শব্দটি এখন আর কেউ বলছেন না।”
তিনি বলেন, “আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে কোনো ছেড়ে দেয়া হবে না।