অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: বিএনপির মতে, ‘নির্বাচন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান গণবিরোধী’


ঢাকার উত্তরায় লিফলেট বিতরণ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২২ ডিসেম্বর, ২০২৩।
ঢাকার উত্তরায় লিফলেট বিতরণ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২২ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিযোগ করেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে।

বিবৃতিতে তারা বিরোধী দলগুলোর বিরুদ্ধে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে বলে উল্লেখ করেছে বিএনপি।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানী ঢাকার উত্তরায় লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, “মন্ত্রণালয় একতরফা নির্বাচনের পক্ষে ভূমিকা রাখছে।”

“পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে যে বিএনপি ও তার সহযোগীরা বাংলাদেশে নির্বাচন বাধাগ্রস্ত করছে এবং তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য অবরোধ কার্যকর করার প্রচেষ্টা জোরদার করেছে;” জানান রুহুল কবির রিজভী।

রিজভীর মতে, ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট করা বিবৃতি সঠিক নয়। তিনি বলেন, “গণতান্ত্রিক বিশ্বের কাছে এটা এখন স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে একটি একপেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

তিনি আরো বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে নব্য রাজাকারের ভূমিকা নিয়েছে।”

রিজভী উল্লেখ করেন দেশে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

তিনি বলেন, “এটি একটি গণবিরোধী পদক্ষেপ। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

তিনি আরো বলেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে, জেল, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) সরকারের বিরুদ্ধে ‘অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি।

XS
SM
MD
LG