বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন “সবাই মনে করে বিএনপি নির্বাচনে অংশ নিলে অনেক ভালো হতো। নির্বাচন কমিশন (ইসি) বারবার আহবান জানিয়েছে, সাড়া দেয়নি বিএনপি।”
সোমবার (১৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। সিইসি বলেন, “এটা সত্য যে একটি গুরুত্বপূর্ণ দল নির্বাচনে অংশ নিচ্ছে না।”
তিনি আরো বলেন, "বিএনপি অংশ নিলে অনেক ভালো হতো। শুরু থেকেই, নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে; “আমরা আহ্বান জানিয়েছিলাম।”
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি জানান, টোকিও ও দূতাবাসের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে জাপান আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
হাবিবুল আউয়াল আরো জানান, আসন্ন নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেছে । তিনি বলেন, “দাতা দেশগুলো আগামী নির্বাচনের দিকে চোখ রাখছে।”