অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচনঃ বিদেশি কোন চাপের কথা অস্বীকার করলেন কমিশনার আলমগীর


গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ১৭ ডিসেম্বর, ২০২৩।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ১৭ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন যে নির্বাচন নিয়ে বিদেশ থেকে কোনো চাপ নেই। তিনি বলেন, তারা (বিদেশিরা) শুধু জানতে চেয়েছেন যে ইসি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।

রবিবার (১৭ ডিসেম্বর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে, এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আলমগীর জানান, সেনাবাহিনী এবারের নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভূমিকা রাখবে। পুলিশ প্রশাসন, রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের নির্দেশনা মেনে তারা চলবে।

“অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে;” উল্লেখ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মতবিনিময় সভায় অংশ নেন গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা।

XS
SM
MD
LG