অ্যাকসেসিবিলিটি লিংক

হাফিজ উদ্দিন আহমেদ: বিএনপি নেতা অবশেষে চিকিৎসার জন্য ভারতে গেছেন


বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ।
বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসার জন্য ভারতে গেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

শনিবার ভারতের রাজধানী দিল্লির ফোর্টিস হাসপাতালে হাফিজ উদ্দিন আহমেদের হাঁটুর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে বলেও জানান শায়রুল কবির।

হাফিজ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী দিলারা হাফিজের মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিল্লি যাওয়ার কথা ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ হাফিজ উদ্দিন আহমেদকে ভারতে যেতে বাধা দিলেও তাঁর স্ত্রীকে সেখানে যাওয়ার অনুমতি দেয়।

এরপর বুধবার (১৩ নভেম্বর) হাফিজ উদ্দিনের বিদেশ যাত্রায় বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানির আগেই বুহস্পতিবার তিনি দিল্লি গেলেন।

এদিকে দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, হাফিজ উদ্দিন আহমেদসহ অনেক নেতা বিএনপি ছেড়ে নতুন দলে যোগ দেবেন।

পরে ৮ নভেম্বর বনানীর বাসায় এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তিনি শিগগিরই রাজনীতি থেকে অবসর নেবেন।

তিনি বিএনপিকে বিভক্ত করে নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি শারীরিক কারণে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারছি না। আমি শিগগিরই অবসর নেব ... এখন আমার অগ্রাধিকার আমার স্বাস্থ্য। এটা সত্য নয় যে, আমি একটি নতুন রাজনৈতিক দল গঠন করব। আমি এই মুহূর্তে রাজনীতিতে সক্রিয় নই। বিএনপি নির্বাচনে অংশ নিলে আমি অংশ নেব। আমি এখনো বিএনপির সঙ্গে আছি এবং দলের সঙ্গেই থাকব।"

XS
SM
MD
LG