অ্যাকসেসিবিলিটি লিংক

টেকসই উন্নয়ন: জাতিসংঘ-বাংলাদেশ চুক্তি সই


ইউএনডিপি এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে। ১০ ডিসেম্বর, ২০২৩।
ইউএনডিপি এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে। ১০ ডিসেম্বর, ২০২৩।

টেকসই উন্নয়ন ও অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) এই চুক্তিগুলো সই হয়।

চুক্তির আওতায় যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো হলো; লোকাল গভর্মেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (এলওজিআইসি), স্ট্রেংদেনিং উইমেনস অ্যাবিলিটি ফর প্রোডাক্টিভ নিউ অপরচুনিটিজ (স্বপ্ন) এবং অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে সই করেন।

স্টেফান লিলার বলেন, “জলবায়ু পরিবর্তন অভিযোজন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশকে সহায়তা ও সারাদেশের সম্প্রদায়ের টেকসই উন্নয়নের জন্য আমরা সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।”

স্টেফান ইআরডি, এলজিইডি ও আইসিটি বিভাগসহ অংশীদারদের সহায়তার প্রশংসা করেন এবং সুইডেন ও ডেনমার্কের ব্যাপক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে প্রভাবশালী উন্নয়ন ফলাফল অর্জনের জন্য অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

শাহরিয়ার কাদের সিদ্দিকী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০৩০ সালের জন্য নির্ধারিত লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন।

প্রকল্পগুলো জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে বাস্তব ফলাফল প্রদর্শন করেছে, টেকসই উন্নয়নের বিস্তৃত এজেন্ডায় অবদান রেখেছে।

ইউএনডিপি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের আরেকটি অধ্যায় এই চুক্তি সই। একই সঙ্গে এটি সম্প্রদায়ের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে যৌথ অঙ্গীকার প্রদর্শন করে।

XS
SM
MD
LG