অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা টেস্ট: বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের লিড


ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের লিড।
ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের লিড।

বাংলাদেশের প্রথম ইনিংসের ১৭২ রানের জবাবে, শুক্রবার (৮ ডিসেম্বর) চলমান ঢাকা টেস্টে ৮ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ ১৮০ রান।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর বৃষ্টিতে পণ্ড হয় ম্যাচের দ্বিতীয় দিন। ভেজা মাঠের কারণে, শুক্রবার তৃতীয় দিনের খেলাও বিলম্বিত হয়, শুরু হয় প্রথম সেশনের পর।

প্রথম দিন শেষে, নিউজিল্যান্ডের স্কোর ছিলো ৫ উইকেটে ৫৫। আর, ম্যাচের প্রথম দিনে, উইকেট পড়ে ১৫টি। এর মধ্যে স্পিনাররা নেন ১৩টি উইকেট।

তৃতীয় দিনে বাকি উইকেটে ১২৫ রান যোগ করে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিং শৈলীতে ৭২ বলে ৯টি চার এবং ৪টি ছক্কাসহ ৮৭ রান করেন ফিলিপস।

বাংলাদেশের পক্ষে, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ৩টি করে এবং শরিফুল ইসলাম ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন।

এর আগে, মুশফিকুর রহিমের সর্বোচ্চ ৩৫ রানসহ ১৭২ রান করে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও ফিলিপস ৩টি করে উইকেট নেন।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় সিলেটে। ১৫০ রানে সেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এখন এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে টিম টাইগার।

XS
SM
MD
LG