অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: ইসির নির্দেশনায় ওসি বদলি শুরু করতে যাচ্ছে ডিএমপি


ইসি নির্দেশনায় ডিএমপি আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) শিগগিরই বদলি করা হবে।
ইসি নির্দেশনায় ডিএমপি আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) শিগগিরই বদলি করা হবে।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) শিগগিরই বদলি করা হবে। যেসব ওসি ইতোমধ্যে নিজ থানায় ৬ মাস পূর্ণ করেছেন, নির্দেশনা মতে তাদের বদলি করা হবে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ রবিবার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, যেহেতু ইসি পর্যায়ক্রমে সব ওসি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে, তাই ডিএমপির পক্ষ থেকে ওসিদের তালিকা অনুমোদনের জন্য ইসিতে প্রেরণ করা হবে।

এর আগে ৩০ নভেম্বর পর্যায়ক্রমে সারা দেশের সকল থানার ওসি বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

৬৫০ টি থানা রয়েছে বাংলাদেশ; এর মধ্যে ৫০টি ডিএমপির আওতাধীন। যেসব কর্মকর্তা ৬ মাসের বেশি সময় ধরে একই থানায় দায়িত্ব পালন করছেন, বদলিতে তাদের অগ্রাধিকার দিতে বলেছে ইসি।

XS
SM
MD
LG