অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমও'র কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ


আইএমও'র কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
আইএমও'র কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিল সদস্য নির্বাচনে, 'সি' ক্যাটাগরিতে বাংলাদেশ ১২৮ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছে। এবারই প্রথমবারের মতো আইএমও'র কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওতে স্থায়ী প্রতিনিধি সাঈদা মুনা তাসনিম বলেন, “ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর এলিট ৪০ সদস্যের কাউন্সিল-এ, বাংলাদেশ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে, সমুদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নেতৃত্ব ও পদক্ষেপের ওপর আইএমও সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক মেরিটাইম কমিউনিটির আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করে।”

বাংলাদেশকে কাউন্সিল সদস্য নির্বাচিত করায়, আইএমও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। তিনি, সামুদ্রিক সমস্যা মোকাবেলায় আইএমও'র কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আইএমও জাতিসংঘের একমাত্র বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী শিপিং মান নিয়ন্ত্রণ করে। কাউন্সিল হলো, আইএমওর নির্বাহী অঙ্গ এবং সংস্থার কাজ তদারকির জন্য পরিষদের অধীনে দায়বদ্ধ।

উল্লেখ্য, আইএমও’র ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ১০টি রাষ্ট্র। এগুলো হলো; চীন, গ্রিস, ইতালি, জাপান, লাইবেরিয়া, নরওয়ে, পানামা, কোরিয়া প্রজাতন্ত্র, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ‘বি’ ক্যাটাগরিতেও রয়েছে ১০ টি রাষ্ট্র। এগুলো হলো; অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন এবং সংযুক্ত আরব আমিরাত।

আর, সি ক্যাটাগরিতে রয়েছে, ক্যাটাগরি ‘এ’ বা ‘বি’ এর অধীন নির্বাচিত নয় এমন ২০টি রাষ্ট্র। এগুলো হলো; বাহামা, বাংলাদেশ, চিলি, সাইপ্রাস, ডেনমার্ক, মিশর, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মাল্টা, মেক্সিকো, মরক্কো, পেরু, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর এবং তুরস্ক।

XS
SM
MD
LG