অ্যাকসেসিবিলিটি লিংক

২৮ অক্টোবর থেকে এক মাসে বিএনপির ২০ হাজার ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে—জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৮ অক্টোবরে মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর এ পর্যন্ত দলটির ৭৩ হাজার ১২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ৮৩৭টি মামলা দায়ের এবং ২০ হাজার ৩২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, এ ছাড়া, ২৮ অক্টোবর থেকে এক মাসে সারা দেশে এক সাংবাদিকসহ ১৭ জন নিহত হয়েছেন।

লিখিত বিবৃতিতে কায়সার দাবি করেন, প্রতিশোধ নিতে সরকারি সংস্থা ও আওয়ামী লীগের পরিকল্পিত হামলায় ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ৮ হাজার ২৪৯ জন আহত হয়েছেন।

কায়সার কামাল বলেন, গত তিন মাসে বিএনপির ৬৩৬ জন অনুসারীকে ৩৫টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে কায়সার কামাল বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেড় লাখের বেশি মামলায় বিএনপির ৫০ লাখের বেশি নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

কায়সার কামাল অভিযোগ করে বলেন, “বর্তমান সরকারের বেআইনি গ্রেপ্তার ও হয়রানি থেকে দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের আইনি সহায়তার পথ রুদ্ধ করতে আইনজীবীদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আত্মীয় স্বজন, অসুস্থ ও পঙ্গু এমনকি অপ্রাপ্তবয়স্কদেরও গ্রেপ্তার করা হচ্ছে। দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুর করা হচ্ছে। এমনকি গভীর রাতে নেতা-কর্মীদের বাড়িঘরে প্রবেশ করে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে।”

বিএনপির নেতা-কর্মীদের ওপর হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদসহ গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

XS
SM
MD
LG