অ্যাকসেসিবিলিটি লিংক

বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি গাড়িতে আগুন


বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা অবরোধকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় অন্তত ৫টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা অবরোধকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় অন্তত ৫টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলের ডাকা ২৪ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৫টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, ঢাকা মহানগরীতে একটি, গাজীপুরে দুটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও ৪২ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২২৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ঢাকার ধোলাইপাড়ে তুরাগ পরিবহনের বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ২৪ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে রাজধানী ঢাকার শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, হেলপার দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুঁড়ে যায় এবং চালকের সহকারী (হেলপার) মো. সায়মন (২০) দগ্ধ হন। বর্তমানে সে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

নারায়ণগঞ্জে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস সড়ক) এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি এশিয়ান হাইওয়ের শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, এ সময় ট্রাকের চালক দ্রুত নেমে যেতে পারলেও তার সহকারীর দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটির আগুন নেভায়।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

গাজীপুরে বাসে আগুন

গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের উত্তর সালনা এলাকায় এই ঘটনা ঘটে।

গাজীপুরে কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
গাজীপুরে কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নগরের উত্তর সালনা এলাকায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তিনি আরও জানান, আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করলেও অভ্যন্তরীণ রুটের বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

XS
SM
MD
LG