অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: বিএনপি ভোটে আসবে কি-না সেটা তাদের বিষয়, বললেন কমিশনার আনিছুর রহমান


কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ২৮ নভেম্বর, ২০২৩।
কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ২৮ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, সেটা তাদের বিষয়।” তিনি বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে এটাই স্বাভাবিক।”

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বলেন, “এছাড়া, এখনো বিএনপির নির্বাচনে যোগ দেয়ার সুযোগ থাকার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। যদি তারা আসে, তবে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।”

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরো বলেন, “কোনো আসনকে হালকাভাবে নেয়া হচ্ছে না। প্রত্যেক আসনই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না। তাই ব্যাপক প্রস্তুতি রাখা হবে।

বিএনপি নির্বাচনে আসলে ভোটের তারিখ পেছানো হবে কিনা, এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ইসি মনে করে, অংশগ্রহণমূলক নির্বাচনে সবার আসা উচিত।”

XS
SM
MD
LG