অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি রক্ষা করতে চাই, বললেন ওবায়দুল কাদের


বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (২৮ নভেম্বর) বলেছেন, “আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান। আর, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি রক্ষা করে, আমরা তা প্রমাণ করতে চাই।” রাজধানী ঢাকার ধানমন্ডিতে, আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন এবং অনেকে অনেক জল্পনা-কল্পনা করছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসবের সমাধান হবে। তারপর অনেক সমালোচনা বন্ধ হয়ে যাবে।”

জোটের আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আমরা পর্যবেক্ষণ করবো এবং এর মধ্যে সমন্বয় করবো। ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছু চূড়ান্ত করা হবে।”

আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিনা; এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আমরা দেখছি কারা কারা চাইছে। আমাদের একটি কৌশলগত সিদ্ধান্ত আছে। এছাড়া, আমাদের কাছে ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারবো। আমাদের কৌশলগত দিকও থাকবে।”

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “তারা নির্বাচনে অংশগ্রহণ করলে স্বাগত জানাবো। তাদের কেউ নির্বাচনে অংশ নিতে পারে। কেউ কেউ ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”

উল্লেখ করা যেতে পারে যে মনোনয়নপত্র সংগ্রহ করায় খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান ও আবু জাফরকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে, আবার অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (২৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকে সারাদেশে ২৪ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ এবং বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী হরতাল পালন করা হবে বলে জানান তিনি।

রুহুল কবির রিজভী জানান, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে, ২৪ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ এবং দিনব্যাপী হরতাল পালন করতে যাচ্ছে বিএনপি। তিনি বলেন, “বুধবার সকাল ৬টায় অবরোধ শুরু হবে; শেষ হবে বৃহস্পতিবার সকাল ৬টায়। আর, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।”

রিজভী জানান, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করা এ কর্মসূচির উদ্দেশ্য।” তিনি বলেন,“অন্যান্য বিরোধী দল, যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে, তারাও অভিন্ন কর্মসূচি পালন করবে।”

XS
SM
MD
LG