অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির আহবানে ঢিলেঢালা অবরোধ; যানবাহনে আগুন


বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বশেষ অবরোধে বিভিন্ন স্থানে অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ২৭ নভেম্বর, ২০২৩।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বশেষ অবরোধে বিভিন্ন স্থানে অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ২৭ নভেম্বর, ২০২৩।

এক দফা দাবিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন (২৭ নভেম্বর) অতিবাহিত হয়েছে ঢিলেঢালা ভাবে। সকাল থেকেই রাজধানী ঢাকার সড়কে নিয়মিত যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে, দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে রবিবার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে; শেষ হবে মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ৬টায়। এ নিয়ে, গত ৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা দলগুলো সাতটি অবরোধ পালন করছে। সহিংসতার আশঙ্কা সত্ত্বেও, রাজধানী ঢাকার সড়কে গণপরিবহনের সংখ্যা ছিলো প্রায় স্বাভাবিক। যাত্রীদের উপস্থিতি ছিলো আগের তুলনায় বেশি।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালিকা ঘোষণার পর, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে টহল জোরদার করতে দেখা গেছে।

১০টি গাড়িতে অগ্নিসংযোগ

ফায়ার সার্ভিস জানিয়েছে, ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়ানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, “অবরোধের এই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে একটি গাড়িসহ মোট ১০টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।”

গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়ানো হয়েছে, জানিয়েছে ফায়ার সার্ভিস। ২৭ নভেম্বর, ২০২৩।
গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়ানো হয়েছে, জানিয়েছে ফায়ার সার্ভিস। ২৭ নভেম্বর, ২০২৩।

এ সময় পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান পুড়ে যায় বলে জানান তিনি। ঢাকা মহানগর, নওগাঁ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, রাজশাহী ও সিলেটে একটি করে এবং নাটোরে তিনটি বাসে আগুন দেয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আর, পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে অবরোধ ও হরতাল চলাকালে, এ পর্যন্ত ২১৮টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায়, সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৬ নভেম্বর, ২০২৩।
অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায়, সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৬ নভেম্বর, ২০২৩।

সোমবার (২৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর, বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এই অবরোধের ডাক দেয়।

XS
SM
MD
LG