অ্যাকসেসিবিলিটি লিংক

তথ্য গোপন করে নেয়া জামিন প্রত্যাহার হাইকোর্টের; টাঙ্গাইলের সাবেক মেয়রকে আত্মসমর্পণের নির্দেশ


বাংলাদেশের টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান
বাংলাদেশের টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান

বাংলাদেশের টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত, সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। রবিবার (২৬ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ, এর আগে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করেন। পাশাপাশি, সহিদুর রহমান খান মুক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

তথ্য গোপন করে উচ্চ আদালতের জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ায় তার প্রতি এ নির্দেশ দেয়া হয়।একই সঙ্গে, তার আইনজীবী ব্যারিস্টার মুনতাকিমকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন; ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোরোয়ার হোসেন বাপ্পী। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোরোয়ার হোসেন বাপ্পী বলেন, “যদি ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ; অর্থাৎ, গ্রেপ্তার করতে বলা হয়েছে।”

উল্লেখ্য, টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত, সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি কারাগারে ছিলেন কয়েক বছর ধরে। গত আগস্ট মাসে এ মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশনা দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের এই নির্দেশনা গোপন রেখে, হাইকোর্টে তার জামিন চাওয়া হয়। গত ২০ নভেম্বর মুক্তিকে জামিন দেন বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ। এ জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর, গত বুধবার ছাড়া পান তিনি।

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, “মামলাটি টাঙ্গাইল জেলার হলেও, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় ঢাকার জেলার নাম উল্লেখ করা রয়েছে। শুধু জেলার নাম ভুল নয়, অভিযুক্ত ব্যক্তির নামও ভুল লেখা হয়েছে। এতে ছিলো না কোনো টেন্ডার নম্বর।”

তিনি আরো বলেন, “জামিন চাইতে পারেন যেকোনো অভিযুক্ত ব্যক্তি। কারণ, এটা তাদের অধিকার। তবে, ভুল তথ্য দিয়ে জামিন নেয়া ন্যায়সঙ্গত নয়। এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।”

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, “গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। সে অনুযায়ী বিষয়টির ওপর সোমবার (২৭ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য ধার্য রয়েছে।”

তিনি বলেন, “ ইতোমধ্যে গত ২০ নভেম্বর মুক্তিকে জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ রবিবার (২৬ নভেম্বর) প্রত্যাহার করে নেন। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।”

সহিদুর রহমান মুক্তি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাই। ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয় তার কলেজপাড়ার বাসার কাছ থেকে। এ ঘটনার তিন দিন পর, ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই, টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

পরে, পুলিশ এই চারজনসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। বর্তমানে এই মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

XS
SM
MD
LG