অ্যাকসেসিবিলিটি লিংক

মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে চিন্তা নেই: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা


বাংলাদেশ নির্বাচন ভবন
বাংলাদেশ নির্বাচন ভবন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো উদ্বেগ নেই বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, “নির্বাচন কমিশন সকলের সঙ্গে মিলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব দেবে।” তিনি আরো বলেন, “কমিশন এখন ভোটারদের জন্য একটি নতুন আইন করেছে। তাদের (ভোটারদের) অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।”

নির্বাচন বিলম্বিত হতে পারে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, “নির্বাচন যথাসময়ে হবে, তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবে।”

সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন; রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, ঊর্ধ্বতন জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

XS
SM
MD
LG