অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাজ্য: ম্যাট ক্যানেল


ঢাকায় নিযুক্ত যুক্তারাজ্যের হাইকমিশনারের বাসভবনে জলবায়ু বিষয়ক আলোচনায় বক্তারা।
ঢাকায় নিযুক্ত যুক্তারাজ্যের হাইকমিশনারের বাসভবনে জলবায়ু বিষয়ক আলোচনায় বক্তারা।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল বলেছেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে।” একই সঙ্গে কপ-২৮-এর জন্যও যুক্তরাজ্যের বেশকিছু অভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জলবায়ু বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত যুক্তারাজ্যের হাইকমিশনারের বাসভবনে, বিভিন্ন অংশীজন নিয়ে এই জলবায়ু আলোচনার আয়োজন করে ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (২৪ নভেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বলেছে, “যুক্তরাজ্যের অগ্রাধিকার হলো কপ-২৮ এমন একটি ফলাফল বয়ে আনবে, যা বিশ্বকে জলবায়ু কর্মকাণ্ডে সঠিক পথে এগিয়ে যাওয়া নিশ্চিত করবে।

যুক্তরাজ্য বলেছে, তারা অংশীদারদের সঙ্গে কাজ করা এবং প্রচেষ্টা বৃদ্ধিতে উৎসাহিত করা ছাড়াও কপ-২৮ বাস্তবায়নে আন্তর্জাতিক আলোচনা ও শীর্ষ সম্মেলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

ম্যাট ক্যানেল বলেন, “এটি গুরুত্বপূর্ণ যে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্যমাত্রাকে সমুন্নত রাখবে কপ-২৮। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিশুদ্ধ জ্বালানি (ক্লিন এনার্জি) বিষয়ে অগ্রগতি করবে এবং জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলোর ওপর আস্থা পুনঃনির্মাণ করবে কপ-২৮ ।”

২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মন্ত্রীরা একটি জলবায়ু চুক্তি সই করেন। চুক্তিকে উভয় দেশ, জলবায়ু কর্মকাণ্ডের বিষয়ে বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়াতে এবং কপ-২৬ ও কপ-২৭-এর ফলাফল আনার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়।

টুয়ার্ডস কপ-২৮: বিল্ডিং মোমেন্টাম ফর ক্লাইমেট অ্যাকশন শীর্ষক আলোচনায় নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, বেসরকারি খাত, সুশীল সমাজ, তরুণ ও গণমাধ্যমের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন। ব্রিটিশ হাইকমিশন আয়োজিত আলোচনার উদ্দেশ্য ছিলো কপ-২৮-এ যুক্তরাজ্যের অংশগ্রহণ সম্পর্কে বিভিন্ন অংশীজনের প্রত্যাশা ও মতামত বোঝা এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় জলবায়ু অংশীদারিত্বকে দিকনির্দেশনা দেয়া।

প্যানেলিস্টরা বিশেষ করে উল্লেখ করেছেন; কপ-২৮ হলো, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাবগুলো এড়াতে, পারস্পরিক অগ্রাধিকারের বিষয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলার জন্য অনন্য সুযোগ। তারা বলেন, জলবায়ু বিষয়ে কার্যক্রম পরিচালনার সময় তরুণরা বিশেষ ধরণের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়। সেগুলোও প্যানেলিস্টরা উত্থাপন করেন এবং এ বিষয়ে সমাধানের চেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

XS
SM
MD
LG