ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী হতে আগ্রহীদের কাছে মাত্র চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন পত্র বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ঢাকা বিভাগের নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ৭৩০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরপরে চট্টগ্রামের ৬৫৯টি, খুলনার বিভিন্ন আসনে ৪১৬টি, রাজশাহীতে ৪০৯টি, রংপুরের নির্বাচনী আসনে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, বরিশালে ২৫৮টি এবং সিলেটে ২৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
১৫ নভেম্বর (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এরপর ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।