নাশকতার এক মামলায় বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠন যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ জন নেতা-কর্মীকে ২ বছর ৬ মাস করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই রায় ঘোষণা করেন।
রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পৃথক তিন ধারায় ২ বছর ৬ মাসের কারাদণ্ডের রায় দেন আদালত।
অভিযুক্ত পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় এস এম জাহাঙ্গীর, শাহাবুদ্দিন সাগর ও শাহ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়৷
অপর ৭২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
পলাতকদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।
কারাদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন-নাসিম, অপু, আশরাফ, মামুন, আমিনুল, এহসান, রিপন, শাহাদাত হোসেন, আলমগীর, মোখলেচুর, শহীদুল ইসলাম, মাসুদ, খোরশেদ আলী ও শফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া, এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আশরাফ ও মনির হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
তদন্ত শেষে পুলিশ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
এর আগে বুধবার (২২ নভেম্বর) গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ ৯ জনকে ৩৯ মাস (তিন বছর তিন মাস) করে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম।
এ ছাড়া, প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাস কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
এই মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ৩ নভেম্বর পল্টনের ভিআইপি রোডের হোটেল প্লাজার সামনে মিছিলের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় বিএনপি ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। পুলিশ আগুন নেভানোর চেষ্টা করলে অভিযুক্তরা ইট-পাটকেল, লোহার রড ও হকিস্টিক দিয়ে হামলা চালায়।
এ ঘটনায় পল্টন থানার পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে।