অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচনঃ মনোনয়ন ফরম বিক্রি করে চার দিনে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় আওয়ামী লীগের


বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাত্র চার দিনে ৩০০ আসনে ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুধু মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটি চার দিনে প্রতি দিন গড়ে ৪ কোটি ২০ লাখ টাকার বেশি আয় করেছে। যদিও গত দুই দিনে ধীরগতি দেখা গেছে।

প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) থেকে ব্যাপক বিক্রি শুরু হওয়ায় দলীয় কোষাগারে ৫ কোটি ৪০ লাখ টাকা জমা পড়ে। এরপর রবিবার ৬ কোটি ৬০ লাখ টাকার মধ্যে দিয়ে আরও লাভজনক একটি দিন পার হয়।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৩০টি বিক্রি হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, খুলনায় ৪১৬টি, রাজশাহীতে ৪০৯টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, বরিশালে ২৫৮টি এবং সিলেট বিভাগে ১৭২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা কমে গেলেও ২০১৮ সালের তুলনায় আওয়ামী লীগ অনেক বেশি আয় করেছে। সে সময় দলটি ৪ হাজার ১০০ ফরম বিক্রি করে ১২ কোটি ৩২ লাখ টাকা আয় করেছিল।

বর্ধিত আয়ের পেছনে মূলত রয়েছে মনোনয়ন ফরমের ফি বৃদ্ধি। ২০১৮ সালে প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা, এ বছর তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

এ বছর মোট ৩ হাজার ৩৬২টি ফরমের মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে মাত্র ১২১টি।

২০২৫ সালে ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা করা ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মতো সেলিব্রিটিদের আকৃষ্ট করেছে আওয়ামী লীগের মনোনয়ন। ২০২৯ সাল পর্যন্ত ৫ বছরের মেয়াদের সংসদ নির্বাচনে সাকিব প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার প্রতিনিধির মাধ্যমে মাগুরার দুটি ও ঢাকার একটি আসনে মোট ৩টি মনোনয়ন ফরম কিনেছেন।

এ ছাড়া, ১৯ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

XS
SM
MD
LG